ভোট নিয়ে চাপ বাড়াল বিএনপি/2025
ভোট নিয়ে চাপ বাড়াল বিএনপি
এই প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় সংস্কার শেষে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে বিএনপির যে দাবি তা আরও জোরালো করেছে দলটি।
গতকাল বৃহস্পতিবার এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির প্রস্তাব ও পরামর্শ উপেক্ষিত হলে অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কি না, তা পুনর্বিবেচনা করতে বাধ্য হবে।
সরকারের উদ্দেশে গতকাল বিএনপির মহাসচিব বলেছেন, সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনে যে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে সনদ তৈরি করবেন। সুতরাং এটা নিয়ে কোনো বাড়াবাড়ি কিংবা টানাহেঁচড়া করা পরিস্থিতিকে জটিল করে তুলবে।
ভোট নিয়ে চাপ বাড়াল বিএনপি
মূলত, করিডর ইস্যু, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার চেষ্টা, সরকারের ভেতরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে চাপ সৃষ্টি, ইশরাক হোসেনকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ দিতে গড়িমসিসহ নানা অভিযোগে সরকারকে শর্তহীন সহযোগিতার অবস্থান থেকে সরে আসার বিষয়টি বিবেচনা করছেন বিএনপির নেতারা।
No comments
Post a Comment